ঢাকা: বিএনপি-জামায়াতের হরতাল- অবরোধের কারণে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘হরতাল-অবরোধের জন্য এবার অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। তাদের সবাই পরীক্ষায় অংশ নিতে পারলে পাসের হার আরো বাড়তো।’
শনিবার সকালে গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তরের পর এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ছেলে মেয়েরা অত্যন্ত মেধাবী। তারা ফেল করবে কেন? একটু সুযোগ সুবিধা পেলে তারা অত্যন্ত ভালো ফল করতে পারে। সরকারের কাজ হচ্ছে সেই সুযোগ সৃষ্টি করে দেয়া। আমরা সেই কাজটি করছি।’
প্রতিকূল পরিবেশে পরীক্ষা দিয়ে পাসের হার সমুন্নত রাখায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু সাধারণ মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্যই এই দেশ স্বাধীন করেছিলেন। আমরা সেই আদর্শ দেখে দেখে বড় হয়েছি। রাজনীতি শিখেছি। কিন্তু বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। সম্পদ ও জীবনের ব্যাপক ক্ষতি করেছে। যারা জ্বালাও পোড়াওয়ের রাজনীতি করেন তাদের ক্ষমা নেই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের এই জ্বালাও পোড়াও আন্দোলনের ফলে আমি ঝুঁকি নিতে চাইনি। তাই হরতাল অবরোধের ফাঁকে ফাঁকে পরীক্ষা নেয়ার জন্য শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছিলাম।’
তিনি বলেন, হরতাল-অবরোধের মধ্যেও শিক্ষকরা পরীক্ষা নিয়েছেন। ঝুঁকি নিয়ে অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের পরীক্ষার হলে নিয়ে গেছেন। সেজন্য সবাইকে আমি অভিনন্দন জানাই।’
তিনি বলেন, ‘তার সরকার শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, সরকার বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় গুরুত্ব দিয়েছে। গত মেয়াদে সরকার দেশে ১২টি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। যাতে ছাত্রছাত্রীরা বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হতে পারে।
শেখ হাসিনা বলেন, ‘তার সরকারের পরিকল্পনা রয়েছে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করার। যাতে সবাই শিক্ষিত হতে পারে। কেউ বেকার না থাকে।’
হরতাল-অবরোধ উপেক্ষা করেও তার সরকার জানুয়ারির ১ তারিখে কোমলমতি শিক্ষার্থীদের হাতে প্রায় ৩২ কোটির বেশি বই তুলে দিয়েছে। এটা সরকারের সবচেয়ে বড় সাফল্য।
আগামীতে শিক্ষাখাতে তার সরকারের সফলতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।