ঢাকা: আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নবর্ষের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার বিকেল সোয়া ৩টার দিকে বিএনপির সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি এবং আসাদুল করিম শাহীন খালেদা জিয়ার পক্ষ থেকে ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা কার্ড নিয়ে যান। তারা আওয়ামী লীগের উপ কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়ালের কাছে কার্ডটি হস্তান্তর করেন।
এর আগে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নববর্ষের শুভেচ্ছা জানান।