আহসান এ কে মোহাম্মদ
যে যন্ত্রনা দানবের বহ্নিশিখায় জীবন চলছে বহমান
কোন সে কালায় রক্তের মালা ছিন্ন করলে বায় !!
এতো মন্দ ছিলো কোথায় ?
সততা যার নেশা, পেশায় পাও কিভাবে গন্ধের জ্বালা ?
মাথা এখন দুবির্পাকে জীবন নিয়ে করতেছো খেলা ।
তোমাদের মেলায় আসবো না, কবরের পাশেও……
দেখতে চাই না তোমাদের ছায়া ।
অনেক কষ্টে দিলাম চোঁখের জলে
খোদার কসম ছায়া, মায়া, কায়া লাগবে না লাশের পাশে ।
আমার কিসের অপরাধ ???
রক্তের বেঈমান ………..।
পারি যদি কাঁদবে দেশ, তোমরা শুধু দেখে কাঁদব বেশ
ধরতে এসো না…………………………………………..,
দেখতে চাই মহতের আছে কি কোথায়ও কোন রেশ ?
আমি জানি তোমরা কারা নওতো খারাপ
গোলক ধাঁ-ধাঁর চক্করে ফেলে করলে কেন অপঘাত?
আমিওতো মানুষ..
ভুলতো করি নাই,
করেছি চিন্তা জীবনের ।
মননের জন্য তুমিই থেকো পাশে চলেও যাবে সুন্দরে দিনকাল ।
আমিতো অপয়া নই,
নই কোন বেহাপনার বেঈমান ।
আমি মুসলমান তোমরাও পাবে ধর্ম, বর্ণ নিবির্শেষে সম্মান ।
তোমাদের জীবিকা আমাদের উসিলা
স্রষ্টা যদি রাখে তার মান ।
সত্য, সুন্দর পৃথিবী চীরন্তন অম্লান
তোমাদের আত্মতৃপ্তির জন্য আমার চলছে সংগ্রাম ।
তুমি পাশে এসে দাও সঙ্গতা নিজেকে দুবর্ল করোনা।