সার্চ ইঞ্জিন গুগল এবার ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তিতে নিজেদের অবস্থান তৈরির ব্যাপারে কাজ শুরু করতে যাচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে গুগল ভিআর বিভাগকে আলাদা করেছে, যেটির প্রধান হিসেবে ক্লে বেভরকে দায়িত্ব দেওয়া হয়েছে। গত বছর সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক এবং মাইক্রোসফট ভিআর প্রযুক্তির পণ্য তৈরির বিষয়ে ঘোষণা দিয়েছে। এবার এ তালিকায় যুক্ত হতে যাচ্ছে গুগলের নাম।
এ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ক্লে বেভর এর আগে গুগলের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে সফলতার সঙ্গেই জি-মেইল, গুগল ড্রাইভ এবং গুগল ডকস প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া গুগলের চালু না হওয়া আরেকটি পণ্য গুগল কার্ডবোর্ডের দায়িত্বেও আছেন বেভর। আর তাই গুগল কর্তৃপক্ষ ক্লে বেভরের হাতেই দিয়েছেন ভিআর প্রকল্পের দায়িত্ব। চলতি বছরের মধ্যেই প্রকল্পটি চালুর বিষয়ে কাজ করছে ক্লে বেভরের দল, এমনটাই জানা গেছে।
ফেসবুক নিজেদের তৈরি ভিআর অকুলাস রিফট বাজারে ছাড়ার ঘোষণা দেওয়ার পরেই গুগলের এমন উদ্যোগের কথা জানা গেল। একইভাবে এইচটিসি, সনি এবং অন্য কয়েকটি প্রতিষ্ঠানও চলতি বছর নিজেদের পণ্য বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে চলতি বছর ভিআর নিয়ে দারুণ কিছু হতে পারে বলেই ধারণা বাজার বিশেষজ্ঞদের।
Prev Post
Next Post