অদূর ভবিষ্যতে স্মার্টফোনে আর দেওয়ালে প্লাগ গুঁজে চার্জ দিতে হবে না । স্মার্টফোনের স্ক্রিনটা কিছুক্ষণ সূর্যের আলোতে ধরলেই চার্জ হয়ে যাবে এর ব্যাটারি ! সম্প্রতি মিশিগান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তেমনই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। তারা চেষ্টা করছেন স্বচ্ছ একটি সোলার পাওয়ার কালেক্টর তৈরির। উল্লেখ্য, এলএসসি বা লুমিনিসেন্ট সোলার কালেক্টিং মেটেরিয়াল একটি প্লাস্টিকের পাত যা আলো শোষণ করতে সক্ষম। এলএসসি আলো শোষণ করে শক্তি রূপে সেই আলো নির্গত করতে পারে। এলএসসি-এর এই ক্ষমতাকেই কাজে লাগাতে চাইছেন বিশ্ববিদ্যালয়টির গবেষকরা। তাদের মতে, স্মার্টফোনের স্ক্রিন যদি এলআইসি দিয়ে তৈরি করা যায় তাহলে এটি সহজেই সৌরশক্তি শোষণ করে তাকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করতে পারবে, যে শক্তি ফোনের ব্যাটারি চার্জ দিতে কাজে লাগবে। তবে গবেষক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা চেষ্টা করছেন প্রায় স্বচ্ছ একটি সোলার পাওয়ার কালেক্টর তৈরি করতে যা ভবিষ্যতে স্মার্টফোন চার্জ দিতে ব্যবহৃত হবে। কেননা প্রচলিত কালো এলএসসি সৌর প্যানেল স্মার্টফোনের স্ক্রীনে লাগানো যাবে না। তাই একটি স্বচ্ছ এলএসসি ব্যবহার করে সৌরশক্তিকে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তররে চেষ্টা করছেন তারা।