অ্যাপল ডিভাইসে সার্চ ইঞ্জিন হিসেবে টিকে থাকতে অ্যাপলকে অর্থ দিয়েছে গুগল। ২০১৪ সালে অ্যাপলকে এ বাবদ এক বিলিয়ন ডলার দিয়েছিল গুগল। উদ্দেশ্য ছিল অ্যাপল ডিভাইসে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে টিকে থাকা। গুগলের বিরুদ্ধে ওরাকল করপোরেশনের করা এক মামলার নথি থেকে এ তথ্যের সত্যতা মিলেছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে জাভা ব্যবহারের বিষয় নিয়ে গুগলের বিরুদ্ধে মামলা করেছে ওরাকল করপোরেশন। এ জন্য গুগলের কাছে অর্থ দাবি করেছে ওরাকল করপোরেশন। এই মামলার শুনানিতেই ১৪ জানুয়ারি ওরাকলের আইনজীবী এ তথ্য দিয়েছেন। অ্যাপলের তৈরি ডিভাইসের মধ্যে রয়েছে আইফোন, আইপ্যাড ও আইপড টাচ। এগুলোয় ওয়েব ব্রাউজার হিসেবে সাফারি ব্যবহার করা হয়। তাতেই ডিফল্ট হিসেবে ব্যবহার করা হয় গুগল সার্চ ইঞ্জিন। অ্যাপল ডিভাইসে ডিফল্ট ইঞ্জিন হিসেবে থাকায় আয়কৃত অর্থের নির্দিষ্ট অংশ অ্যাপলকে প্রদান করত গুগল। এ সংক্রান্ত একটি চুক্তিও এ দুই কোম্পানির মধ্যে ছিল বলে দাবি করেছেন ওরাকলের আইনজীবী। মোবাইল অপারেটিং হিসেবে যাত্রার পর থেকে গুগল অ্যান্ড্রয়েড থেকে এ পর্যন্ত ২২ বিলিয়ন ডলার আয় করেছে। এসব তথ্যের ব্যাপারে গুগল বা অ্যাপল কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গুগলের বিরুদ্ধে ওরাকলের করা মামলার কারণেই এ তথ্য ফাঁস হয়ে গেছে। এতে কিভাবে গুগলের বিজ্ঞাপনভিত্তিক ব্যবসায় থেকে অ্যাপল অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, তা প্রকাশ হয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসব গোপনীয় তথ্য প্রকাশে ওরাকলের আইনজীবী আনেত্তে হার্স্ট প্রধান ভূমিকা পালন করেন। মামলার শুনানিতে তিনি এ সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। এ ক্ষেত্রে গুগলের সাথে সম্পর্কিত এক সাক্ষীর বয়ানও পেশ করা হয়। এসব তথ্য পেশের পর আদালতে তীব্র প্রতিবাদ করে গুগল। সংবেদনশীল এসব গোপন তথ্য এ দুই কোম্পানির ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানানো হয়। এ সময় এ সংক্রান্ত মামলার নথিগুলো গোপনে সংরক্ষণের আরজি জানানো হয় বিচারকদের কাছে। গুগল ও অ্যাপলের বক্তব্য, এসব তথ্য জনসমক্ষে প্রকাশ হলে অন্যান্য কোম্পানির সাথে তাদের একই রকম ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।