ইউরোপে নবজাতক শিশুদের শরীরে মাইক্রোচিপ দেয়া শুরু হবে!

0

image_49813_0আগামী মাস থেকে ইউরোপের অঞ্চলগুলোতে জন্মের পর পরই প্রতিটি নবজাতক শিশুকে বাধ্যতামূলক শরীরের চামড়ায় আরএফআইডি(RFID) চিপ দেয়া শুরু হবে ।

ইউরোপীয় ইউনিয়নের জন-স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে এ ব্যাপারে এক সতর্ক নির্দেশ দেয়া হয়েছে ।এই চিপ ইন ইনকোয়ারিগুলো নবজাতকদের সম্পর্কে সবরকম তথ্য দিয়ে রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার্থে সাহায্য করবে।
আরএফআইডি চিপের সাথে চমৎকার একটি জিপিএস(GPS) সেন্সর থাকবে যা রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে সরবরাহকৃত প্রতি দুই বছরের জন্য একটি ক্ষুদ্র পরিবর্তন যোগ্য ব্যাটারির সাহায্যে সচল থাকবে । দুই বছর পর পর ব্যাটারিটি স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে পরিবর্তন করে দেবে ।

আরএফআইডি চিপটি চারপাশে পাঁচ মিটার সীমানা পর্যন্ত অপরাধীর অপরাধের সুক্ষ বিবরণ দিতে সক্ষম ।
এটি সরাসরি একটি স্যাটেলাইটের সাথে সংযুক্ত করা থাকবে, যা এই নেটওয়ার্ককে নিয়ন্ত্রণ করতে নির্দেশনা দেবে ।
আগামী জুন মাসে চালু হওয়ার পর থেকে ২০১৬ এর ডিসেম্বর পর্যন্ত সকল নবজাতের জন্য আরএফআইডি চিপ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে ।

( খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন )

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More