ইন্টারনেট একটিজাদুর দুনিয়া, একটি স্বপ্ন পুরীর মতো জায়গা যদি আমরা পার্থিব যাতনা, কষ্ট, চিন্তা ভুলে কিছুক্ষণের জন্য একান্তই আপনার সময় কাটাতে চায় ।
তবে এ ইন্টারনেটের মোহ জালে একবার জড়িয়ে পড়লে তার হাত থেকে বাঁচার রাস্তা খুবই কঠিন, প্রকারান্তে অসম্ভব ।
আপনি যতক্ষণ অনলাইনে সময় ব্যয় করবেন ঠিক ততক্ষণই কিন্তু আপনার অফলাইন তথা বাস্তব জীবনে ধীরে ধীরে সুক্ষ্ম পরিবর্তন আসতে থাকবে ।
মাদকাসক্তির মতোই এই ইন্টারনেট আসক্তি হতে পারে আপনার জীবনের জন্য হানিকর ।
আসুন জেনে নেই, ১২ টি লক্ষণ যা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি ইন্টারনেট আসক্ত ।
১২. কম্পিউটারের ধারে কাছে না থাকা স্বত্বেও আপনি যখন চ্যাট সাউন্ডস্ শুনবেন
১১. আপনার কম্পিউটারে আশেপাশে কাউকে ঘেঁষতে না দেওয়া শুরু করবেন
১০. অসঙ্গত সময়েও যখন আপনি অনলাইনে যাবার তীব্র প্রয়োজনীয়তা অনুভব করবেন
০৯. অনলাইনে কিছু একটা জিনিস খুঁজে পাননি সে আলোচনা এক মাসেরও অধিক সময় ধরে করতে থাকবেন
০৮. বাস্তবিক কোন ঘটনাতে নিজের আবেগ প্রকাশের জন্য মুখভঙ্গির চেয়ে গিফ (GIF)দিয়ে করবার ইচ্ছে পোষণ করবেন
০৭. এক ঘরে থাকা কারো সাথে কথা বলার জন্য ফেসবুক ম্যাসেজ দেবেন
০৬. ওয়াই-ফাই নেই এমন জায়গায় যেতে চাইবেন না
০৫. ওয়াই-ফাই জোন পাওয়া মাত্রই প্রবল আনন্দ পাবেন যেন নতুন করে প্রাণ ফিরে পেলেন
০৪. ইন্টারনেট মিম-এর রেফারেন্স দেওয়া শুরু করবেন যেন এগুলো সর্বজনীন সাধারণ জ্ঞান এবং সবাই তা জানে
০৩. ল্যাপটপের দিকে তাকিয়ে আপনি দিনের পর দিন পার করে দিতে থাকবেন
০২. বার বার স্মার্টফোন চেক করা শুরু করবেন, নতুন কোন আপডেট এসেছে কিনা
০১. আপনার সবচেয়ে বড় আতঙ্ক হবে ল্যাপটপে চার্জ না থাকা এবং চার্জার খুঁজে না পাওয়া
প্রত্যেক ইন্টারনেট আসক্তেরই একটা সময় আসে যখন তারা বাইরের অফলাইন দুনিয়াটাকে নতুন রূপে দেখতে শেখে । ল্যাপটপ বন্ধ করে বের হয়ে পড়ে সেটাকে নব উদ্যমে অনুসন্ধান করতে । আপনিও তেমন কিছুই করুন না ? ইন্টারনেট কিন্তু কোথাও চলে যাচ্ছে না । বরং অফলাইনের মানুষগুলো ক্রমশ দূরে সরে যেতে পারে, আপনার সময়ও থেমে নেই । সুতরাং সেটার পূর্ণ ব্যবহার করুন ।