ইন্টারনেট আসক্তির ১২টি লক্ষণ

0

addicted-to-the-internet-thumb-Derek-Oldham1ইন্টারনেট একটিজাদুর দুনিয়া, একটি স্বপ্ন পুরীর মতো জায়গা যদি আমরা পার্থিব যাতনা, কষ্ট, চিন্তা ভুলে কিছুক্ষণের জন্য একান্তই আপনার সময় কাটাতে চায় ।

তবে এ ইন্টারনেটের মোহ জালে একবার জড়িয়ে পড়লে তার হাত থেকে বাঁচার রাস্তা খুবই কঠিন, প্রকারান্তে অসম্ভব ।

আপনি যতক্ষণ অনলাইনে সময় ব্যয় করবেন ঠিক ততক্ষণই কিন্তু আপনার অফলাইন তথা বাস্তব জীবনে ধীরে ধীরে সুক্ষ্ম পরিবর্তন আসতে থাকবে ।

মাদকাসক্তির মতোই এই ইন্টারনেট আসক্তি হতে পারে আপনার জীবনের জন্য হানিকর ।

আসুন জেনে নেই, ১২ টি লক্ষণ যা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি ইন্টারনেট আসক্ত ।

১২. কম্পিউটারের ধারে কাছে না থাকা স্বত্বেও আপনি যখন চ্যাট সাউন্ডস্‌ শুনবেন

up-dogs

১১. আপনার কম্পিউটারে আশেপাশে কাউকে ঘেঁষতে না দেওয়া শুরু করবেন

supernatural-computer

১০. অসঙ্গত সময়েও যখন আপনি অনলাইনে যাবার তীব্র প্রয়োজনীয়তা অনুভব করবেন

computer-dance

০৯. অনলাইনে কিছু একটা জিনিস খুঁজে পাননি সে আলোচনা এক মাসেরও অধিক সময় ধরে করতে থাকবেন

rebel-wilson

০৮. বাস্তবিক কোন ঘটনাতে নিজের আবেগ প্রকাশের জন্য মুখভঙ্গির চেয়ে গিফ (GIF)দিয়ে করবার ইচ্ছে পোষণ করবেন

star-kids

০৭. এক ঘরে থাকা কারো সাথে কথা বলার জন্য ফেসবুক ম্যাসেজ দেবেন

the-simpsons

০৬. ওয়াই-ফাই নেই এমন জায়গায় যেতে চাইবেন না

thats-so-raven

০৫. ওয়াই-ফাই জোন পাওয়া মাত্রই প্রবল আনন্দ পাবেন যেন নতুন করে প্রাণ ফিরে পেলেন

crying-computer (1)

০৪. ইন্টারনেট মিম-এর রেফারেন্স দেওয়া শুরু করবেন যেন এগুলো সর্বজনীন সাধারণ জ্ঞান এবং সবাই তা জানে

ian-somerhalder

০৩. ল্যাপটপের দিকে তাকিয়ে আপনি দিনের পর দিন পার করে দিতে থাকবেন

secret-window

০২. বার বার স্মার্টফোন চেক করা শুরু করবেন, নতুন কোন আপডেট এসেছে কিনা

honey-boo-boo

০১. আপনার সবচেয়ে বড় আতঙ্ক হবে ল্যাপটপে চার্জ না থাকা এবং চার্জার খুঁজে না পাওয়া

modern-family

প্রত্যেক ইন্টারনেট আসক্তেরই একটা সময় আসে যখন তারা বাইরের অফলাইন দুনিয়াটাকে নতুন রূপে দেখতে শেখে । ল্যাপটপ বন্ধ করে বের হয়ে পড়ে সেটাকে নব উদ্যমে অনুসন্ধান করতে । আপনিও তেমন কিছুই করুন না ? ইন্টারনেট কিন্তু কোথাও চলে যাচ্ছে না । বরং অফলাইনের মানুষগুলো ক্রমশ দূরে সরে যেতে পারে, আপনার সময়ও থেমে নেই । সুতরাং সেটার পূর্ণ ব্যবহার করুন ।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More