গত ২৯ তারিখ বিশ্বের প্রায় ১৯০টি দেশে মুক্তি দেওয়া হয়েছে মাইক্রোসফটের সর্বাধুনিক অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০। যদিও মুক্তি পাওয়ার আরও অনেক আগেই থেকে জনপ্রিয় হয়ে উঠেছে উইন্ডোজ ১০।
বর্তমানে যারা উইন্ডোজ ৭, ৮ এবং ৮ .১ অপারেটিং সিস্টেমের অরিজিনাল ভার্সন ব্যবহারকারী। তাঁদের ডেস্কটপ, ল্যাপটপ ও স্মার্টফোনে বিনামূল্যে উইন্ডোজ ১০-এ আপগ্রেড করে নিতে পারবেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের একটি রিভিউ প্রকাশ করেছে।
প্রথমে https://www.microsoft.com/en-us/outlook-com/ থেকে একটি মেইল খুলে রাখুন পরে কাজে লাগবে ।
আপনি যদি উইন্ডোজ ৭ , ৮ এবং ৮ .১ এর ইউজার হন তবে! আর আপনার উইন্ডোজ একটিভ থাকে তবে আপনি ডাইরেক্ট আপগ্রেড করে নিতে পারবেন । মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজ ১০-এর টুলস ফাইলটি ডাউনলোড করে ইন্সটল করা যেতে পারে।
এজন্য প্রথমে এখানে https://www.microsoft.com/en-gb/software-download/windows10 যেতে হবে। যেখানে ৩২ ও ৬৪ বিট সংস্করণের টুলটি ডাউনলোড করে ইন্সটল করে সহজেই আপডেট দেয়া যাবে উইন্ডোজ ১০।
ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগের উপর নির্ভর করবে ৩ গিগাবাইট সাইজের অপারেটিং সিস্টেম ইন্সটল হতে কত সময় লাগবে।
ISO FILE করে অথাব ডাইরেক্ট ক্লিকে ইন্সটল বা আপডেট করা যেতে পারে। মিডিয়া টুলস ডাউনলোড করে নিন বিট হিসাব করে । আপনি যদি ৩২ বিট ইউজ করেন তাহলে আপনার RAM হতে হবে মিনিমাম ২ জিবি
৬৪ বিটের জন্য মিনিমাম ৪ জিবি হতে হবে!