ডেস্ক :উদ্ভাবনের ২৫ বছর পূর্তি উদযাপন করল ডব্লিউ ডব্লিউ ডব্লিউ! ইন্টারনেট ব্যবহারের অপরিহার্য ত্রিবর্ণ ২৫ বছর আগে ১৯৯২ সালে ব্রিটিশ বিজ্ঞানি টিম বার্নার্স-লি আবিষ্কার করেন। সেই থেকে সহজ হয়ে গেছে ইন্টারনেটের যে কোনো তথ্য আদান প্রদান।
ইন্টারনেটে যে কোনো ওয়েবসাইটে ঢুকতে চাইলে তার ঠিকানার শুরুতেই ইংরেজি বর্ণ ডব্লিউ ৩ বার লিখতে হয়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব–কথাটির সংক্ষিপ্ত রূপ এই তিন ডব্লিউ। ১৯৮৯ সালের মার্চ মাসে প্রথমবার লি ওয়েব সম্পর্কিত তাঁর ধারণাটি প্রকাশ করেন। এর তিন বছর পর অর্থাৎ ১৯৯২ সালে ওয়ার্ল্ড ওয়াইড নামে এটি প্রকাশ করা হয়। ছোট্ট এই সংকেতটি দীর্ঘ ২৫ বছর ধরে বিশ্বব্যাপী কোটি কোটি ইন্টারনেন্ট ব্যবহারকারী মানুষকে সংযুক্ত করে আসছে।