ঢাকা: একীভূত হতে যাচ্ছে আজিয়াটা গ্রুপ বারহাদ (আজিয়াটা) এবং ভারতী এয়ারটেল লিমিটেড (ভারতি)। এজন্য প্রতিষ্ঠান দু’টি আলোচনা শুরু করেছে।
আজিয়াটা গ্রুপ ৯ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিকে জানায়, উভয় পক্ষ দীর্ঘ ও সুচিন্তিত আলোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, তারা তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের বাংলাদেশস্থ মালিকানাধীন টেলিকমিউনিকেশন্স ব্যবসা প্রতিষ্ঠানের, যথাক্রমে রবি আজিয়াটা লিমিটেড (রবি) ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেড (এয়ারটেল) ব্যবসা একীভূত করা যায় কিনা তা পর্যালোচনার কাজ শুরু করেছে।
তবে, আলোচনা ও পর্যালোচনা শেষে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সম্পন্ন হবে কি না সে বিষয়ে এখনো নিশ্চিত নয় আজিয়াটা গ্রুপ। অন্যদিকে রবি এবং এয়ারটেল একীভূত হলে নতুন কোন নামে প্রতিষ্ঠান দুইটি পরিচালিত হবে কিনা, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঘোষণা উভয় প্রতিষ্ঠানের পর্যালোচনার উদ্যোগকে সহায়তা এবং পরস্পরের মধ্যে তথ্য আদান প্রদানের সুবিধা ও এ সম্পর্কিত নিয়ন্ত্রক (রেগুলেটরি বডি) সংস্থা সমূহের সাথে আলোচনার পথকেও সহজ করবে। এই বিষয়ে বিশেষ কোনো অগ্রগতি সাধিত হলে আজিয়াটা ও ভারতী এয়ারটেল পরবর্তীতে ঘোষণা দেবে ।