২০১৫ সালে অক্টোবরে ভি১০ মডেলের একটি স্মার্টফোন বাজারে আনে কোরিয়ান টেক জায়ান্ট এলজি। তবে তাদের ফ্ল্যাগশিপ ‘জি’ সিরিজ নিয়ে প্রযুক্তি বিশ্বের দারুণ আগ্রহ। কারণ, জি সিরিজের প্রতিটি স্মার্টফোন দারুণ হিট করেছে। তাই আসন্ন জি৫ মডেল নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে।
জি৪ মডেলটি বর্তমান বাজারের অন্যান্য মোবাইলগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে। এলজি-এর ফ্ল্যাগশিপ লাইনে নতুনভাবে জি৫-এর নাম জুড়ে যাওয়ার পর থেকেই সবার নজর এদিকে।
এর আগে এলজি ফেব্রুয়ারিতেই তাদের একটি নতুন ফ্ল্যাগশিপ মডেলের ঘোষণা দেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ। এর আগে জি৪ আসে ২০১৫ সালের এপ্রিলে। আবার ২০১৪ সালের মে-তে এসেছিল জি৩।
এদিকে, দক্ষিণ কোরিয়ার আরেক জায়ান্ট স্যামসাং তাদের গ্যালাক্সি এস৭ আনার ঘোষণা দিয়েছে। দুই প্রতিযোগীর সঙ্গে এইচটিসির নতুন মডেল নিয়ে টানটান উত্তেজনা শুরু হয়ে গেছে।
জি৫ সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তবে কিছু তথ্য দিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি নেট।
১. কোরিয়ার সি নেট জানায়, এলজি জি৫-এর ব্যাটারিটি নিচের অংশ দিয়ে বের করা যাবে। এর পাওয়ার বাটনটি দেহের পাশে দেওয়া হতে পারে। সাধারণত তা নিচে দেওয়া হয়। তবে পেছনের ওই অংশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।
২. ফেব্রুয়ারির ২১ তারিখে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ জি৫ সম্পর্কে ঘোষণা আসবে। এ উপলক্ষে মিডিয়াকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছে এলজি। সেই পত্রে লেখা হয়েছে ‘প্লে বিগিনস’। এর ব্যাকগ্রাউন্ডে একটি খেলনা জ্যাক দেওয়া হয়েছে। মনে হচ্ছে, পরের মডেলটি বেশ ‘প্লেফুল’ হবে। যদিও তা খেলনা জাতীয় কিছু হবে বলে ধরে নেওয়ার কোনো কারণই নেই।