ঢাকা : এ বছরের এপ্রিলে বাজারে আসছে বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেড ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) রিয়েল ভিউ। সেটটপ বক্স, এলএনবি ও ক্ষুদ্রাকৃতির একটি অ্যান্টেনাসহ প্যাকেজটি কিনে মাসে মাত্র ৩০০ টাকায় বাংলা চ্যানেলসহ ১০০টির বেশি চ্যানেল উপভোগ করা যাবে। এই প্রযুক্তিতে স্যাটেলাইট থেকে সরাসরি টেলিভিশন সিগন্যাল গ্রহণের মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন চ্যানেল দেখতে পারবেন।
আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেডের প্রধান নির্বাহী দিমিত্রি লেপিস্কি। তিনি বলেন, ‘আধুনিক টিভি দেখার সুবিধা সম্বলিত ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সার্ভিসের যাত্রা শুরু করব আমরা ঢাকা, চট্রগ্রাম এবং সিলেট দিয়ে। পর্যায়ক্রমে সারাদেশে এ সুবিধা প্রদান করা হবে। এই সার্ভিসের মাধ্যমে নিখুঁত টিভি দেখা সহ এইচডি চ্যানেল দেখার সুবিধা রয়েছে। আমরা এই সেবা শুধু ব্যবসা করার উদ্দেশ্যে চালু করিনি, এটি ব্যবসার চেয়েও বেশি কিছু।’
বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেডের পরিচালক প্রকাশ কান্তি দাশ বলেন, ‘ টেলিভিশন জগতের নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি আমরা। এতদিন পর্যন্ত যেসব বিজ্ঞাপন বিদেশি টিভি চ্যানেলগুলোতে দেখা যেত, আন্তর্জাতিক মানের টিভি দেখার সে সুবিধা আমরা চালু করতে যাচ্ছি সারা দেশে। এর সাথে থাকবে সাধ এবং সাধ্যের সমন্বয়।’
ডিটিএইচ মূলত একটি স্যাটেলাইট টিভি দেখার ব্যবস্থা। স্যাটেলাইট থেকে সরাসরি টিভি সিগন্যাল পৌঁছুবে বাসার টিভিতে। এতে রয়েছে মাল্টি চ্যানেলের টিভি দেখার সুবিধা। সেটটপ বক্স, এলএনবি ও ক্ষুদ্রাকৃতির একটি অ্যান্টেনা থাকবে এই ডিটিএইচ সিস্টেমে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দিমিত্রি লেপিস্কি বলেন, ‘আমরা তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ মেনে বৈধভাবে এ সেবা চালু করছি। মাত্র ৩০০ টাকার বিনিময়ে গ্রাহক সারামাস সত্যিকারের টিভি দেখার অনুভূতি পাবেন। এতে রয়েছে প্রোগ্রাম রেকর্ড করে রাখার সুবিধা। তাই কোন কারণে কোন টিভি প্রোগ্রাম মিস হয়ে গেলেও পরবর্তীতে তা দেখার সুযোগ থাকছে। প্রাথমিক ভাবে একটি টিভির জন্য একটি বক্স হলেও ভবিষ্যতে আমরা মাল্টি স্ক্রিনে এই সুবিধা দেয়ার চেষ্টা করব।’
চলতি বছরের এপ্রিল থেকে এ সেবা চালু হবে। সার্ভিস প্রদানে ৭ দিন ২৪ ঘণ্টা গ্রাহক সেবা চালু হয়েছে। অত্যাধুনিক সেবা প্রদানে সারা দেশে থাকবে উন্নত প্রযুক্তি। এখন পর্যন্ত ডিটিএইচ সেটের মূল্য নির্ধারণ করা হয়নি।
সংবাদ সম্মেলনে বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেডের পিআর অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার নূর ঈ তাজরিয়ান খান উপস্থিত ছিলেন।