গেমস। এ নিয়ে আগ্রহের কমতি নেই। শিশু, কিশোর-কিশোরী, তরুণ কিংবা তরুণী এমনকি বয়স্কদের মাঝেও এর বাতিক রয়েছে। বলতে মানা নেই বাবা-মা কিংবা গুরুজনকে ফাঁকি দিয়েও এই গেমস নিয়ে মেতে উঠে নানা বয়স ও পেশার মানুষ।
কম্পিউটার গেমস। কথাই নেই। ডিজিটাল যুগে ল্যাপটপ কিংবা ডেস্কটপ এমনকি সেলফোনে গেমসপ্রেমীদের আনাগোনা চলে হরহামেশায়।
তবে এই গেম খেলে যে কোন লাভ হয়না তা সবারই জানা। কিন্তু ব্যতিক্রম একজন। কারণ এই কম্পিউটার গেম খেলে ৩০ কোটি টাকার বাংলো কিনেছেন জর্ডন ম্যারন নামের এক যুবক।
২৩ বছরের এই যুবক যুক্তরাষ্ট্রের হলিউডে বিশাল একটি বাংলো বাড়ি কিনেছেন। যার দাম প্রায় ৩০ কোটি টাকা।
জর্ডন ইউটিউবে একটি ভিডিও চ্যানেল পরিচালনা করেন। সকলের কাছে ক্যাপ্টেন স্পার্কেল নামেই পরিচিত তিনি। এই চ্যানেলে জর্ডনের মাইকত্রাফ্ট গেমস খেলার ভিডিও দেখানো হয়। এর জন্য জর্ডনের সঙ্গে গেমস প্রস্তুতকারি সংস্থা পোলারিসের চুক্তিও হয়েছে।
ইউটিউব এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ৮৮ লক্ষ। ১৯০ কোটি বারেরও বেশি জর্ডনের গেম খেলার ভিডিও দেখা হয়েছে অনলাইনে। এই বিরাট জনপ্রিয়তার জন্যই রোজগারের পরিমাণটাও বেশি।