আইএফএ-২০১৪’র আগেই স্যামসং বাজারে পেশ করল তাদের নয়া ফোন গ্যালাক্সি নোট ৪৷ এছাড়াও গ্যালাক্সি নোট এজ নামেও একটি ফোন বাজারে এনেছে এই কোরিয়ান মোবাইল কোম্পানি৷ গ্যালাক্সি নোট ৪এর সঙ্গে একটি নয়া এস পেন স্টাইলাসও মিলছে যেটির বিশের প্রেসার সেনসিভিটি রয়েছে৷
গ্যালাক্সি নোট ৪য়ে রয়েছে অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪, ৫.৭ ইঞ্চি কোয়াড এইচডি ১৪৪০x২৫৬০ পিক্সেল সিপার অ্যামোলেড ডিসপ্লে৷ এই ফোনটিতে ৪জি এলটিই ও ৪জি এলটিই ক্যাট ব্যবহার করা যাবে৷ এই ফোনটির দুটি ভার্সন রয়েছে একটিতে ২.৭ গিগাহার্ৎজ কোয়াড কোর প্রসেসর ও অপরটিতে ১.৯ গিগাহার্ৎজ অক্টা-কোর প্রসেসর রয়েছে৷ দুটি ভার্সনেরই র্যাম ৩ জিবি৷
এছাড়াও এই ফোনটিতে অন্য যে ফিচারগুলি রয়েছে যা হল, ১৬ মেগাপিক্সেল অটোফোকাস রেয়ার ক্যামেরা, ৩.৭ ফ্রন্ট ক্যামেরা৷ এই ফোনের বিল্ট-ইন মেমোরি ৩২ জিবি এছাড়াও ৬৪ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডিবেল মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করা যাবে৷ এই ফোনে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস ইত্যাদি রয়েছে৷ ফিচার ছাড়াও এই ফোনে অ্যাক্সেলেরোমিটার, জিও-ম্যাগনেটিক, জিরোস্কোপ, এরজিবি, এইআর-এলইডি, ব্যারোমিটার, হল সেন্সর, ফিঙ্গার স্ক্যানার, ইউভি, হার্ট রেট মনিটর, ইত্যাদি সেন্সর রয়েছে৷ এই ফোনটির ব্যাটারি ক্ষমতা ৩২২০ এমএএইচ৷
চারকোল ব্ল্যাক, ফ্রস্ট হোয়াইট, ব্রোঞ্জ গোল্ড ও ব্লোসম পিঙ্ক রঙে এই ফোন বাজারে মিলবে৷ তবে এই ফোনের দাম সম্পর্কে এখনও কিছু জানায়নি স্যামসং৷ আগামী অক্টোবর মাস থেকে এই ফোনের বিক্রি শুরু হবে৷- ওয়েবসাইট।
Prev Post