আগামী ৯ সেপ্টেম্বর জোড়া চমকের জন্য প্রস্তুত থাকুন। কারণ, ওইদিন অ্যাপল বিশ্বজোড়া সাংবাদিকদের এক বৈঠকে ডেকে তাদের নয়া আইফোনের মডেল লঞ্চ করতে চলেছে। পাশাপাশি ওই একইদিনে বাজারে আত্মপ্রকাশ করবে অ্যাপল টিভি সেট-টপ বক্স।
আন্তর্জাতিক বাজারের গুজব যদি সত্যি হয়, তাহলে অ্যাপেলের নয়া মডেলের উৎপাদন আজ পর্যন্ত তাদের সমস্ত প্রোডাকশনকে ছাপিয়ে যাবে। পাশাপাশি এও শোনা যাচ্ছে, নয়া আইফোন মডেলে ফিচার ফোর্স টাচ টেকনোলজি ব্যবহার করা হবে।
আগামী আইফোনে ব্যবহার করা হতে পারে আরও শক্তিশালী প্রসেসরও। সান ফ্রান্সিসকোয় বেলা ১০টা থেকে সাত হাজার লোকে ঠাসা প্রেক্ষাগৃহে শুরু হবে এই অনুষ্ঠান।