টানা ১৫ দিন চার্জ থাকবে যে স্মার্টফোনে

0

photo-1449751918স্মার্টফোনের ব্যাটারি নিয়ে সব চিন্তা মনে হয় শুধু চীনা প্রতিষ্ঠানগুলোরই। ওউকিটেল নামের একটি চীনা প্রতিষ্ঠান স্মার্টফোনের জন্য ১০ হাজার এমএএএইচের ব্যাটারি নিয়ে এসেছে। আর এই ব্যাটারি স্মার্টফোনে টানা ১৫ দিন চার্জ ধরে রাখবে। এ খবর জানিয়েছে অ্যানড্রয়েড অথরিটি।

এটাই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ‘ক্ষমতাধর’ ব্যাটারি। যুক্তরাষ্ট্রে ওউকিটেল কে১০০০০ মডেলের এই স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ২৩৯ ডলার। প্রাথমিকভাবে চীন এবং যুক্তরাষ্ট্রের বাজারে স্মার্টফোনটির জন্য আগাম অর্ডার নেওয়া হচ্ছে। আগামী ২১ জানুয়ারি ফোনটি বাজারে ছাড়া হবে।

গত জুলাই থেকেই প্রতিষ্ঠানটি এ ধরনের ব্যাটারি নিয়ে গবেষণা করছে। এর আগে গত অক্টোবরে ওউকিটেল কে৬০০০ মডেলের স্মার্টফোনটি বাজারে ছেড়েছিল চীনা প্রতিষ্ঠানটি। ওই সেটে ৬ হাজার এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছিল।

১০ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোনটি হ্যান্ডসেটের পাশাপাশি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে। ওউকিটেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনটি আইফোন ৬এস প্লাস চার্জ দেওয়ার ক্ষমতা রাখে এই ব্যাটারি।

ব্যাটারি মূল আকর্ষণ হলেও স্মার্টফোনটি চলবে অ্যানড্রয়েড ৫.১ ললিপপ ভার্সনে। ২ জিবি র‍্যামের সাথে আছে ১ গিগাহার্জ কোয়াড-কোর মিডিয়াটেক এমটি৬৭৩৫ এসওসি। ইর্ন্টানাল স্টোরেজ ১৬ জিবির। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

৫.৫ ইঞ্চি এইচডি (৭২০x১২৮০ পিক্সেল) আইপিএস ডিসপ্লের স্মার্টফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার এবং ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরায় রয়েছে এইচডিআর, ফেস ডিটেকশন, ফেস বিউটি, প্যানোরমা শট এবং অ্যান্টি শেক প্রযুক্তি।

কানেক্টিভিটির জন্য রয়েছে জিপিআরএস/এজ জিপিএস/এ-জিপিএস, থ্রিজি, মাইক্রো-ইউএসবি, ব্লুটুথ এবং ওয়াই-ফাই। রয়েছে ডুয়েল সিম, ডুয়েল স্ট্যান্ডবাই সুবিধা, ফোরজি এলটিই কানেক্টিভিটি রয়েছে দুই সিমেই।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More