ঢাকা: ইন্টারনেটে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টুইটারে টুইট করলেই পেয়ে যাবেন নগদ টাকা। তবে আপনাকে যেতে হবে সানফ্রান্সিস্কো।
কারণ সানফ্রান্সিস্কোতে সম্প্রতি একটি টুইট অ্যাকাউন্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর উঠবেই বা না কেন? যেখানে টুইট করলেই পাওয়া যাচ্ছে নগদ টাকা। @HiddenCash নামে এই টুইট অ্যাকাউন্ট ব্যবহারকারী টুইটকারীদের একটি ক্লু দিচ্ছেন। আর সেই সূত্র ধরে সঠিক স্থানে পৌঁছতে পারলেই পেয়ে যাবেন নগদ টাকা।
ইতোমধ্যে প্রায় পাঁচ হাজার ডলার (চার লাখ টাকার মতো) পেয়েছেন এই অ্যাকাউন্টে টুইটকারীরা। তবে কী কারণে @HiddenCash এ অর্থ বিলি করছে তা জানা যায়নি। অবশ্য শনিবার রাত পর্যন্ত এই টুইটার অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা ৩৮৬ হাজার। কেউ কেউ মনে করছেন ফলোয়ার সংখ্যা বাড়ানোর জন্যই এ পদ্ধতি বেছে নেয়া হয়েছে। আবার কারও কারও ধারণা, শুধুমাত্র মজা করার জন্যই এ মজার কাণ্ড ঘটানো হচ্ছে।