প্রধান এডমিনসহ সকল এডমিন নিরাপদ আছেন বলে স্টাটাস বাঁশেরকেল্লার

0

BaserKellaবহুল আলোচিত ফেসবুক পেইজ ‘বাঁশেরকেল্লা’র প্রধান এডমিন কে এম জিয়াউদ্দিন বাহারকে আটক করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। তবে বাঁশেরকেল্লা তা অস্বীকার করেছে।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা ক্যাডেট কলেজের আবাসিক এলাকার একটি বাসা থেকে বাহারকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। আজ (শুক্রবার) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাঁকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, “বাহার বাঁশেরকেল্লাসহ অর্ধশতাধিক ফেসবুক পেজের এডিটোরিয়াল এডমিন ছিলেন। জিজ্ঞাসাবাদে বাহার জানিয়েছেন, তিনি ফেসবুকে নিজ নামে ও ছদ্মনামে এসব ফেসবুক পেইজ পরিচালনা করে আসছিলেন। এসব ফেসবুক আইডি ও ইমেইলের মাধ্যমে বাহার দেশের বিশিষ্ট ব্যক্তি, পুলিশ, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক ও বিভ্রান্তিকর বক্তব্য, গ্রাফিক্স (ছবি) প্রচার করতেন।“

এদিকে. বাঁশের কেল্লা ফেসবুক পেইজে আজ এক নোটিশে বলা হয়েছে,  “বিভিন্ন টেলিভিশনে ও অনলাইন নিউজে ব্রেকিং নিউজ দেয়া হচ্ছে- “বাঁশেরকেল্লা পেইজের প্রধান এডমিন আটক”। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আপনাদের প্রিয় পেইজ বাঁশেরকেল্লা-র প্রধান এডমিনসহ সকল এডমিন নিরাপদ আছেন, আলহামদুলিল্লাহ।”

নোটিশে আরো লেখা হয়েছে, “এর আগেও কয়েকবার এরকম নাটক করে এডমিন গ্রেপ্তারের গুজব ছড়িয়েছিল সরকার। মেইনস্ট্রিম মিডিয়া সম্পূর্নBasherkella Admin A K M Ziauddin Fahad নিয়ন্ত্রন করার সাথে সাথে তারা স্যোশাল মিডিওয়ার উপরও কালো থাবা ফেলার অপচেষ্টা করে আসছে প্রতিনিয়ত। কিন্তু জনতার কথা কি আর আটকে রাখা যায়!! সকলের কাছে দোয়া চাই, যেন অতীতের ন্যায় ভবিষ্যতেও সব সময় আমরা সত্যের পথে অবিচল থেকে সাহসিকতার সাথে সত্য উন্মোচনের কাজ চালিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আমীন।

উল্লেখ্য, ফেসবুকে বাশেঁর কেল্লা পেইজটির লাইক সংখ্যা আট লাখ ৯৮ হাজারের ওপরে। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, রাষ্ট্র ও ধর্ম নিয়ে আপত্তিকর প্রচারণা চালানোর অভিযোগে ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি পেইজটি বন্ধ করে দেয় বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপনস টিম। কিন্তু পরে ‘নিউ বাঁশেরকেল্লা’ নামে নতুন করে তা চালু হয়।BasherKella

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More