কোনো দেশের সরকার যদি কোনো ব্যবহারকারীর অলক্ষ্যে তাদের ফেসবুক অ্যাকাউন্টে নজরদারী করে, তবে ফেসবুক কর্তৃপক্ষ তা জানিয়ে দিবে ব্যাবহারকারীকে। সম্প্রতি এমনই মন্তব্য করেছেন ফেসবুকের নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা অ্যালেক্স।
তার মন্তব্য দিয়ে সংবাদ করেছে বিখ্যাত একটি বৃটিশ সংবাদ মাধ্যম। সেখানে স্টমাস বলেন, ‘আমরা যদি এ রকম কিছু পাই যে, সরকারি কোনো গোয়েন্দা সংস্থা আপনার প্রোফাইলে নজর রাখছে, তবে আমরা তা আপনাকে জানিয়ে দিবো।’
এই জানিয়ে দেয়ার পদ্ধতি হবে ফেসবুকের নোটিফিকেশন সিস্টেম। ফেসবুক মনে করছে, ব্যবহারকারীকে জানিয়ে দেয়া হলো, তারা নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত বা জরুরি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।
তবে ঠিক কী উপায়ে ব্যবহারকারীকে সতর্ক করা হবে, সে বিষয়ে কিছু জানাননি স্টমাস। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘নিরাপত্তার কারণেই আমরা সব প্রযুক্তিগত প্রকাশ্য বলতে পারি না।’ এ সময় তিনি জানান যে, ফেসবুকের কাছে ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা সবার আগে।