
এরই মধ্যে ভারতের দিল্লি ও তার আশপাশের এলাকার বাসিন্দাদের ব্যবহৃত সোশ্যাল মিডিয়ার ওপর নজরদারি চালানোর জন্যে আটটি দলও গঠন করা হয়েছে।
হিন্দু মহাসভা দলের প্রতিনিধিরা মনে করেন, ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসের দিন প্রেম নিবেদন পশ্চিমা দুনিয়ার ঐতিহ্যকেই অনুসরণ করা হবে, যা ভারতীয় সংস্কৃতিকে অসম্মান করার সামিল। সেজন্যই প্রেম দিবসের দিন যে বা যারা ফেসবুক, টুইটার, ওয়াটসঅ্যাপ যেখানেই প্রেম নিবেদন করবেন, সেখান থেকেই তাদের ঠিকানা বের করে, তাদের বিয়ে দিয়ে দেয়া হবে।
এর আগে এই দলের পক্ষ থেকে বলা হয়েছিল ওই বিশেষ দিনে যে প্রেমিক যুগল প্রকাশ্যে প্রেম নিবেদন করবেন, যেমন শপিং মল বা রেস্তোরায়, তাদের না না ধরণের শাস্তি দেওয়া হবে।
তথ্যসূত্র: এবিপি