ফোন তৈরি বন্ধ কর দিচ্ছে স্যামসাং

0

Samsung pavilionস্মার্টফোনের থেকে ফোনের যন্ত্রপাতি তৈরির দিকেই বেশি মন দিচ্ছে টেক জায়েন্ট স্যামসাং৷ আর তাতেই অনেক বিশেষজ্ঞ মনে করছেন ফোনের ব্যবস্যা গোটাতে চলেছে এই সংস্থাটি৷অতিসাম্প্রতি তারা যন্ত্রপাতি তৈরির ব্যবসাতেই বেশি নজর দিতেও দেখা গিয়েছে৷

পাশাপাশি চলতি আর্থিক বছরে দেখা গিয়েছেস কোরীয় এই টেক জায়েন্টের ফোন বিক্রির থেকে তাদের যন্ত্রাংশ তৈরির ব্যবসাতেই বেশি লাভ করেছে৷ তাই এই ব্যবসাকেই বেশি গুরুত্ব দিচ্ছে সংস্থাটি৷ পাশাপাশি তারা এক্ষেত্রে বেশি বিনিয়োগও করছে বলে জানা গিয়েছে৷স্যামসাং তরফে দেখা গিয়েছে, অ্যাপলের জন্যও চিপ তৈরি করতে৷

এখন প্রশ্ন উঠছে অ্যাপলের জন্য চিপ তৈরিতে মনোযোগ দিলে স্যামসাং কি শেষ পর্যন্ত স্মার্টফোনের ব্যবসাই ছেড়ে দেবে? এ প্রশ্নের উত্তর অবশ্য স্যামসাংয়ের তরফে কিছু জানানো হয়নি৷অনেকের মতে এখনই তারা ফোনের ব্যবসা বন্ধ করছে না৷

তবে ভবিষ্যতে সে সম্ভাবনা দেখা যেতে পারেই বলে বিশেষজ্ঞদের অভিমত৷প্রসঙ্গত, ১০ এপ্রিল স্যামসাং গ্যালাক্সি সিরিজের দুটি স্মার্টফোন বাজারে আনে৷তাদের নয়া দুই স্মার্টফোন এস ৬ ও এস ৬ এজ ইতিমধ্যে বিশ্বে বেশ জনপ্রিয়ও হয়েছে৷

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More