ফ্রি ইন্টারনেট চালু করবেন কিভাবে?

0

internet.orgবাংলাদেশে আজ রবিবার থেকে চালু ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের উদ্যোগে ‘ইন্টারনেটডটওআরজি’ (internet.org) প্রকল্পের আওতায় ফ্রি ইন্টারনেট সেবা চালু হয়েছে।  শুরুতে প্রথম সারির কিছু সংবাদপত্র, জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টালসহ কিছু সরকারি ওয়েবসাইট এ সেবার আওতায় আসবে। পর্যায়ক্রমে সরকারের সব সেবামূলক সাইট ও গুরুত্বপূর্ণ নাগরিক সেবার কনটেন্ট এতে যুক্ত হবে।
আজ মোবাইল অপারেটর রবি ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নিয়ে বাংলাদেশে এই সেবা চালু করা হয়েছে।
এই সেবাটি স্মার্টফোনের অ্যাপ্লিকেশন হিসেবে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। গুগল প্লে স্টোরে এই অ্যাপটি এখন পাওয়া যাচ্ছে।

যা করতে হবে
১. প্রথমে অ্যাপটি ডাউনলোড করতে হবে। এ জন্য প্লে স্টোরে যান। এরপর অ্যাপটি মোবাইল ফোনে ইনস্টল করুন।
২. ইনস্টল করার পর এটি চালু করুন এবং ইন্টারনেট ডট অর্গে লগ ইন করুন। অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ করতে হবে।
৩. ইন্টারনেট ডট অর্গের হোমপেজে গেলে আপনি বিভিন্ন ওয়েবসাইটের তালিকা দেখতে পাবেন। এসব ওয়েবসাইট দেখার সময় আপনার কোনো ডেটা চার্জ লাগবে না।

রয়েছে শর্ত
১. ইন্টারনেট ডট ওআরজির তালিকায় থাকা ওয়েবসাইটগুলোই কেবল বিনা খরচে দেখা যাবে।
২. এখন শুধু রবির গ্রাহকেরা এই সুবিধা পাচ্ছেন।
৩. ছবি, ভিডিও বা ফাইলের মতো কোনো কনটেন্ট আপলোড বা ডাউনলোড করা যাবে না

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More