প্রযুক্তি বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বিশেষ চশমা ‘গুগল গ্লাস’ ক্রেতাদের জন্য আনুষ্ঠানিকভাবে বাজারে ছেড়েছে এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। গত মাসে মাত্র ১ দিনের জন্য নির্বাচিত ক্রেতাদের ইন্টারনেট-সংযুক্ত এই চশমাটি বিক্রি করলেও এবার মজুদ থাকা পর্যন্ত যে কেউ এটি কিনতে পারবে বলে এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল।
সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বর্তমানে গুগল গ্লাসের পরীক্ষামূলক সংস্করণটি স্টক থাকা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্রেতারা কিনতে পারবে। দাম পড়বে ১ হাজার ৫০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় দাম প্রায় ১ লাখ ১৭ হাজার টাকা)। তবে পরীক্ষামূলক মোট কতগুলো গুগল গ্লাস বাজারে ছাড়া হয়েছে বা স্টক ফুরিয়ে গেলে আরো নতুন গ্লাস উৎপাদন করা হবে কিনা সে বিষয়ে কিছু জানায়নি গুগল।
নামে গ্লাস হলেও এটি সাধারণ কোনো চশমা নয়। এতে রয়েছে প্রযুক্তির নানা চমক। সাধারণ চশমার আদলে তৈরি হলেও অ্যান্ড্রয়েডচালিত এই চশমাটির মাধ্যমে তারবিহীন ইন্টারনেট এবং স্মার্টফোনের সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে। ইন্টারনেট ব্যবহারের সময় স্ক্রিন হিসেবে কাজ করবে এর গ্লাস।
গুগল গ্লাসের সাহায্যে ছবি তোলা, ভিডিও করা, গুগল ম্যাপের সাহায্যে পথনির্দেশনা, অডিও-ভিডিও কল করা, বন্ধুদের সঙ্গে সব সময় যুক্ত থাকা, প্রয়োজনীয় কাজের রিমাইন্ডার, আবহওয়ার পূর্বাভাস, এসএমএস ভয়েস আকারে শুনতে পারা প্রভৃতি সুবিধা পাওয়া যাবে। এসব সুবিধা নিয়ন্ত্রণ করা যাবে কণ্ঠস্বরের (ভয়েস রিকগনিশন) সাহায্যে।
বর্তমানে গুগল গ্লাসের পরীক্ষামূলক সংস্করণটির সফটওয়্যার ও হার্ডওয়্যারের মান আরো উন্নয়নের কাজ চলছে বলে গুগল জানিয়েছে। গুগল গ্লাসের পূর্ণাঙ্গ সংস্করণটি এ বছরের শেষ নাগাদ বাজারে আসতে পারে বলে জানা গেছে।