দেশের তথ্যপ্রযুক্তি খাতে সম্ভাব্য সাইবার আক্রমণ ঠেকাতে মাইক্রোসফটের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এর ফলে এখন থেকে সাইবার আক্রমণের আগে প্রতিষ্ঠানটির কাছ থেকে আগাম তথ্য পাওয়া যাবে।[ads1]
গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
চুক্তিতে স্বাক্ষর করেছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এবং মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির।
চুক্তি অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, চুক্তির ফলে মাইক্রোসফটের সঙ্গে একটি সুসম্পর্ক তৈরি হলো। সাইবার হামলার আগাম বার্তা দিয়ে তারা আমাদের সহযোগিতা করবে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি অবকাঠামোর সুরক্ষা আরও নিশ্চিত হবে।
বাংলাদেশের সঙ্গে এ চুক্তি তিন বছরের জন্য হয়েছে জানিয়ে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে এ সেবা দেবে মাইক্রোসফট। এজন্য কোনো অর্থ নেওয়া হবে না। তবে কোনো অবস্থাতেই এসব তথ্য অন্য কাউকে সরবরাহ করা যাবে না।[ads2]
চলতি বছরের শুরুতে প্রতিমন্ত্রীর সিঙ্গাপুর সফরকালে মাইক্রোসফট কর্পোরেশরেনের অফিসে পরিদর্শনকালে বিষয়টি নিয়ে প্রথম আলাপ শুরু করেন। কয়েক মাসের প্রচেষ্টায় অবশেষে সেই সাফল্যের দেখা পেয়েছে সরকার।