বাজারে এসেছে লেনোভোর জি৪০৪৫ নতুন ল্যাপটপ। ডুয়েল কোর প্রসেসরের নতুন এই ল্যাপটপটির দাম ধরা হয়েছে মাত্র ২৪ হাজার টাকা সেই সঙ্গে রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।
১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লের নতুন এই ল্যাপটপটিতে রয়েছে ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, দুই গিগাবাইট ডিডিআর-৩ র্যাম, এএমডি রেডিওন আর-২ গ্রাফিক্স। অডিওর জন্য এটিতে রয়েছে ডলবি ডিজিটাল প্লাস সাউন্ড সিস্টেম। এইচডিএমআই পোর্ট, ব্লুটুথ ওয়াইফাই এবং গিগাবিট ল্যান সুবিধার এই ল্যাপটপটিতে এক বছর বিক্রয়োত্তর সেবা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। ডিভাইসটির ৪ সেল ব্যাটারি ৪ ঘণ্টা ব্যাকআপ দিবে। ব্যাটারিসহ এই ল্যাপটপটির ওজন মাত্র ২ দশমিক ১ কেজি।
গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড লেনোভো ব্র্যান্ডের জি৪০৪৫ এএমডি মডেলের নতুন ল্যাপটপ বাজারে এনেছে। ডুয়েল কোর প্রসেসরের ল্যাপটপটি এক বছরের বিক্রয়োত্তর সেবাও দেয়া হচ্ছে। এই নতুন ল্যাপটপটির পাওয়া যাচ্ছে ২৪ হাজার টাকায়।