স্মার্টফোনের প্ল্যাটফর্মের পছন্দই স্পষ্ট করে দেবে আপনার যৌন চাহিদা। অনলাইন পর্ন সাইট পর্নহাব তাদের ‘অ্যান্ড্রয়েড বনাম আইফোন’ শীর্ষক সমীক্ষায় এরকমই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনল। বেশ কিছু ভারতীয় গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
মোবাইল ফোন থেকে যারা পর্ন সাইট ভিসিট করেন, তাদের পছন্দের উপর ভিত্তি করে এই সমীক্ষাটি চালায় পর্নহাব। ডেইলি মেলে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। আপনি স্মার্টফোন পছন্দ করেন না আইফোন- বলে দেবে আপনার যৌন চাহিদার রকমফের।
সমীক্ষা বলছে যারা আইফোন ব্যবহার করেন, তারা গড়ে আট মিনিট ৪০ সেকেন্ড করে পর্ন সাইটে কাটান। ৯.৮ পাতা দেখার পরেই সাইট ছেড়ে বেরিয়ে যান আইফোন ইউজাররা। অ্যান্ড্রয়েড ইউজারদের তুলনায় ১০৫ শতাংশ বেশি আইফোন ইউজাররা বন্ডেজ ও ফেটিশ পর্ন দেখতে পছন্দ করেন। অন্যদিকে, অ্যান্ড্রয়েড ইউজাররা ইবনি ও কার্টুন পর্ন দেখতে বেশি পছন্দ করেন।
অ্যান্ড্রয়েড ইউজাররা পর্ন সাইটে অন্তত ১০ মিনিট করে সময় কাটান। ১০.৯ পাতা দেখার পর তারা সাইট ছেড়ে বেরিয়ে যান। অ্যাপেল ইউজাররা রাতের বেলায় পর্ন বেশি দেখেন।