সবচেয়ে দূরের অচেনা গ্রহের সন্ধান পেলো নাসা

0

image_213414.spitzer_newfound_exoplanetনতুন এক অজ্ঞাত গ্রহমালার সন্ধান পেয়েছে নাসার টেলিস্কোপ। স্পিটজার স্পেস টেলিস্কোপ প্রযুক্তি ব্যবহার করে এই গ্রহগুলো খুঁজে পাওয়া গেলো। মহাকাশের এ যাবতকালের  আবিষ্কৃত সবচেয়ে দূরের গ্রহ এরা। বিজ্ঞানীরা জানান, পৃথিবী থেকে এদের দূরত্ব ১৩ হাজার আলোকবর্ষ।

নাসা এক বিবৃতিতে জানায়, অবিশ্বাস্য দূরত্বের এই গ্রহপুঞ্জের অন্যান্য তথ্য জানার চেষ্টা চলছে। মিল্কিওয়ে গ্যালাক্সির এই গ্রহগুলো জানামতে সবচেয়ে দূরে অবস্থান করছে। তবে এদের আকার ও গঠন আমাদের সৌরজগতের গ্রহগুলোর মতো কিনা তা জানা যায়নি। আর তা জানাই  বিজ্ঞানীদের প্রাথমিক লক্ষ্য।

স্পিটজারের মতো অত্যাধুনিক টেলিস্কোপের মাধ্যমেই বহু দূরের বস্তু পর্যবেক্ষণ করা হয়। এর আগে মাইক্রোলেন্সিং সমস্যার কারণে এসব তারকা ও গ্রহের দূরত্ব নির্ণয় করা কঠিন হয়ে পড়েছিল। আবার মাইক্রোলেন্সিং কারণেই এত দূরের গ্রহ নজরে চলে আসে। মাইক্রোলেন্সিং এমন এক অবস্থা যখন পর্যবেক্ষকের কাছে মনে হয় যে লক্ষ্যবস্তুর সামনে অন্য কোনো তারকা বা গ্রহ চলে এসেছে। এই অবস্থা সাধারণত ৪০ দিনের বেশি স্থায়ী হয় না। তবে নতুন এই গ্রহমালার সঠিক অবস্থান ও দূরত্ব বের করতে সবমিলিয়ে ১৫০ দিনের মতো লেগে গেছে।

এই প্রথমবারের মতো স্পিটজার মাইক্রোলেন্সিং কাজে লাগিয়ে নতুন গ্রহ খুঁজে বের করলো। এখন নতুন পাওয়া এই অচেনা গ্রহগুলোর পরিচয় পেতে নতুন চেষ্টা শুরু হবে মহাকাশ বিজ্ঞানীদের। সূত্র : ফক্স নিউজ

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More