অবশেষে স্কাইপেতে আইপি অ্যাড্রেস লুকানোর ব্যবস্থা এনেছে নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। ডিফল্ট সেটিংস হিসেবেই এটি ব্যবহার করা যাবে। গত কয়েক বছর ধরে দেখা গেছে, কিছু ব্যবহারকারী স্কাইপের মাধ্যমে অন্যের আইপি অ্যাড্রেস জানার চেষ্টা করে আসছে। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়। এতে করে সাইবার অপরাধের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের। এরই প্রেক্ষিতে সম্প্রতি আইপি অ্যাড্রেস লুকানোর ব্যবস্থা চালু করেছে মাইক্রোসফট।
ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে স্বয়ংক্রিয়ভাবে আইপি অ্যাড্রেস লুকিয়ে ফেলবে স্কাইপে। ডেস্কটপ ও মোবাইল অ্যাপ্লিকেশন – উভয় সংস্করণেই এ সুবিধা যুক্ত করা হয়েছে। ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস হলো একটি সংখ্যাগত লেবেল, যা কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত প্রত্যেকটি যন্ত্রের জন্য নির্দিষ্ট। এ ব্যবস্থায় নেটওয়ার্কের নোডগুলো যোগাযোগের জন্য ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে।
এক ব্লগ পোস্টে স্কাইপে টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কাইপে থেকে আইপি অ্যাড্রেসে নজরদারি ঠেকাবে তাদের সাম্প্রতিক এই পদক্ষেপ। বিশেষ করে গেমারদের অনলাইন হয়রানি এতে করে বন্ধ হবে। স্কাইপের হালনাগাদ সংস্করণে নতুন এই সুবিধা পাওয়া যাবে।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এর মাধ্যমে অনলাইনে নিরাপদ থাকবেন স্ট্রিমাররাও। দেরিতে হলেও মাইক্রোসফটের নেয়া কার্যকর এ পদক্ষেপে তারা সাধুবাদও জানিয়েছেন।
Prev Post