১৫ মার্চ আসছে নতুন আইফোন ও আইপ্যাড

0

iphoneআগামী মাসের ১৫ তারিখ নতুন আইফোন ও আইপ্যাড উন্মোচন করবে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। নির্ভরযোগ্য সূত্রের উদ্ধৃতি দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে অ্যাপল পণ্যবিষয়ক ওয়েবসাইট ৯টু৫ম্যাক। প্রযুক্তি বিশ্বে বেশ কয়েক দিন ধরেই নতুন আইফোন বিষয়ে জোরালো আলোচনা চলছে। যদিও এসব আলোচনা ছিল গুজবনির্ভর। অবশ্য এবার অনেকটা নিশ্চিত করেই বলা হচ্ছে, এ বছর ৪ ইঞ্চি ডিসপ্লের আইফোন উন্মোচন করবে প্রতিষ্ঠানটি। আর এটি হতে পারে আইফোন ৫এসই। একই অনুষ্ঠানে নতুন আইপ্যাড এয়ার উন্মোচন করা হবে। ২০০৭ সালে প্রথম প্রজন্মের আইফোন উন্মোচন করেছিল অ্যাপল। এর পর প্রতিষ্ঠানটিকে পেছন ফিরে তাকাতে হয়নি। প্রতি বছর আইফোন বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে। কিন্তু চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রথমবারের মতো আইফোনের চাহিদা কমেছে। এরই মধ্যে বাজারমূল্যে অ্যাপলকে পেছনে ফেলেছে গুগল। এক্ষেত্রে আইফোন ৫এসইকে বাজারমূল্যে শীর্ষ অবস্থান দখলের হাতিয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More