ঢাকা: রাজধানীর আদাবরে সিটি নির্বাচনে অংশগ্রহণকারী দুইপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রিকশাচালকসহ দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) বিকেলে ওই এলাকার মনসুরাবাদ ৭ নম্বর রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- আসলাম ইসলাম সায়মন (২২) এবং রিকশাচালক মো. শহীদ (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদ্য সম্পন্ন হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আবুল হাশেম হাসু ও তুহীন কাউন্সিলর প্রার্থী ছিলেন।
এরমধ্যে স্বতন্ত্রপ্রার্থী হাসু বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচন হন। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তুহীন হেরে যান।
এরপর থেকেই এলাকায় উভয়পক্ষের উত্তেজনা সৃষ্টি হয়। তবে বড় ধরনের কোনো সংঘর্ষ না হলেও মঙ্গলবার তা চরম আকার ধারণ করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার হালদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।