ঢাকা: রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের গুলিতে তিন জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মালিবাগের ৭৮/১ সোনালীবাগ নয়াটোলার পাশে একটি টিনশেড ও একটি ফ্ল্যাট বাসায় এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।
নিহতরা হলেন- বেলাল হোসাইন (২০), মুন্না (১৬) এবং রানু আক্তার বৃষ্টি (৩২)। আহত একজন হলেন হৃদয় (২৮)। হৃদয়কে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থাও গুরুতর। জানা যায়, একদল দুর্বৃত্ত বাসার ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) খন্দকার হাসান মাহমুদ। সেখানে র্যাব ও পুলিশের উর্ধ্বতন অন্য কর্মকর্তারাও আছেন।