রাজধানীর আজিমপুর থেকে জাবেলে নূর রাখা (২১) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাখা ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশের ধারণা রোববার রাতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লালবাগ থানার এসআই ফারুক হোসেন শরীফ মানবকণ্ঠকে জানান, আজিমপুর সরকারি কোয়ার্টারের দক্ষিণ কলোনীর পুরোনো ভবনের ৪ তলায় ভাড়া থাকতেন রাখা। বাসাটি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা মশিউর রহমানের নামে বরাদ্দ করা।
[ads1]তিনি রাখাসহ কয়েকজন ছাত্রীর কাছে বাসাটি ভাড়া দিয়েছিলেন। রোববার সন্ধ্যায় অন্য রুমমেটরা সবাই বিভিন্ন কাজে বাইরে যায়। রাত ১০টার দিকে তারা বাসায় ফিরে দরজা খোলা পান। ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেয়ে রাখাকে ঝুলন্ত অবস্থায় দেখেন তারা। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। রাখা মেহেরপুরের খন্দকার পাড়ার মফিজুর রহমানের মেয়ে। এ ঘটনায় তার চাচা নূর ইসলাম একটি অপমৃত্যুর মামলা করেছেন।[ads2]