ঢাকা: আতশবাজি ফোটানো নিয়ে এলাকাবাসী ও বিহারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর মিরপুরের কালশী এলাকা।
শনিবার ভোররাতের দিক থেকে এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো সংঘর্ষ চলছে। বেশ কিছু বাড়ি-ঘরে আগুন দেয়া হয়েছে ও ভাঙচুর চালানো হচ্ছে বলেও জানা গেছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের এক সদস্যসহ চার জনের গুলিবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের, পুলিশের সোর্স আসলাম (৪৫), স্থানীয় পানের দোকানদার বদরুদ্দিন (৪৫) ও স্কুল ছাত্র আরজু। জুবায়ের বাদে বাকিদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দু’পক্ষের সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে ওই গুলিতে আহত হন এরা সবাই।
পরে সকাল ১০টার দিকে ফারজানা নামে অগ্নিদগ্ধ এক কিশোরীকে ঢামেকে ভর্তি করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার ঘটনাস্থল থেকে বলেন, ’পরিস্থিতি খুবই খারাপ। আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছি।’