ঢাকার একটি গুরুত্ব পূর্ণ থানা আদাবর। এই আদাবরেই থাকতো কুষ্টিয়া থেকে আগত হাফেজ জাকির হোসাইন। পড়ালেখা করতো ডেন্টাল ডাক্তার (ডিপ্লোমা)। জাকির বিগত দুই বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ। মহাম্মাদপুরে অবস্থিত বন্ধুর বাসায় ঘুমিয়ে থাকা জাকিরকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায় সাদা পোশাক ধাড়িরা। জাকিরের পরিবারের সবাই বিভিন্ন ভাবে সরকারের কাছে আকুতি জানালেও তাকে খুঁজতে অপাতগতার প্রমান মিলে পুলিশের নিষ্ঠুর আচারনে। পুলিশ তাকে খুঁজবেই না, কারন সে শিবিরের আদাবর থানা সভাপতি ছিল এ কথা জানায় পুলিশ। জাকির শিবির না অন্য কিছু তার আগে তার নিরাপত্তা হওা জরুরী যা আদাবরের আওয়ামীলীগ নেতারাও বলেছেন। তারপরও কেন তাকে খোঁজা হলনা এ বিশয়ে চুপ প্রশাসন ও সরকার পক্ষের লোকজন।