রাজধানীর আদাবরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। আহতের নাম মো: বাবুল মিয়া (৪৫)। তিনি আহত দারুস সালাম থানার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক সুত্র জানায়, বাবুল মিয়া দারুসসালাম রোডের ৯০/৫/বি নম্বর বাসায় বসবাস করেন। তার আদাবর মুনসুরাবাদের নড়াইল প্রিন্টিং প্রেস নামে এক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় হাবু, মুকুট, রুবেলসহ ৬/৭ জন দুর্বৃত্ত তার পথরোধ করে। কোনো কিছু বোঝার আগেই দুর্বৃত্তরা বাবুল মিয়াকে চাপাতি ও ছোরা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এদিকে বাবুল মিয়ার চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে বাবুলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতের মেয়ে আফসানা অভিযোগ করেন, হামলাকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তার বাবুল হোসেন একটি মামলা করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা এই ঘটনা ঘটাতে পারে। তিনি বলেন, হামলাকারীরাও আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত। পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।