ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার সময় দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শনিবার রাতে সাড়ে ১১টার দিকে রাজধানীর পশ্চিম যাত্রাবাড়ি এলাকায় মুরাদ গ্রুপ ও সায়েম গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটেছে। ঢামেক সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
জানা গেছে, মুরাদ গ্রুপের কর্মীরা রেডিও প্রতীক এবং সায়েম গ্রুপের কর্মীরা ঘুড়ি প্রতীকে প্রচারণার সময় পশ্চিম যাত্রাবাড়ির ১২ নম্বর গলির মাথায় কথা কাটাকাটির জের ধরে একসময় হাতাহাতি শুরু হয়ে যায়। এসময় খবর পেয়ে উভয়পক্ষের সমর্থকরা এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে আহতরা হলেন- মুরাদ গ্রুপের রুপচান (৩৫), ফখরুল ইসলাম মুরাদ (৪০), মাসুদ (২৫) এবং রুবেল (২৫)। অন্যদিকে সায়েম গ্রুপের হৃদয় (৩০), রফিকুল (২৮)।
আহতদের রাত ১টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।