ঢাকা: মানবতাবিরোধী অপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড থেকে আজীবন কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে গণজাগরণ মঞ্চ আয়োজিত সমাবেশে মঞ্চের ২ পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ সংঘর্ষ হয়। এ ছাড় সমাবেশ থেকে মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ।
গণজাগরণ মঞ্চের কামাল পাশা অংশের সংগঠক হাবিবুল্ল্যাহ মেজবাহ জানান, ইমরান এইচ সরকারের কর্মীরা উসকানিমূলকভাবে আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমাদের সংগঠক মেহদী, শাহীনসহ আরো ২-৩ জন আহত হয়েছেন।
এদিকে ইমরান এইচ সরকার অংশের সঙ্গে কথা বলে জানা যায়, কামাল পাশা অংশের সমর্থকদের হামলায় তাদের মুখপাত্রসহ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহতদের হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন যারা, তারা হলেন : ইমরান এইচ সরকার, মামুন, তানজিল, রাসেল ও শিমুল।
এদিকে শাহবাগ থানার এসআই মুজিবুর রহমান সন্ধ্যা ৭টার দিকে জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।