ঢাকা: কিছুক্ষণের মধ্যেই গুলশানের নিজ কার্যালয় থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমন সংবাদ প্রচার হওয়ার পরপরই তার কার্যালয়ের মূল ফটকে তালা দিয়ে দেয় পুলিশ। এমনটাই অভিযোগ করেছে কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তারা। তবে পুলিশ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি নয়।
ইতোমধ্যে কার্যালয় থেকে বের হয়ে খালেদা জিয়া তার গাড়িতে উঠেছেন। সেখান থেকে তিনি নয়াপল্টনের দিকে যাওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান।
এমন ঘোষণার পরপরই বেলা ১২টার দিকে চেয়ারপারসনের কার্যালয়ের মূল ফটকে তালা দেয় পুলিশ। এমনকি আগের থেকে অনেক বেশি সতর্ক অবস্থানে পুলিশ। কার্যালয়ের আশেপাশে কাউকেই দাঁড়াতে দিচ্ছে না।
এদিকে খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বলেন, ‘রাজধানীর তিনটি জায়গায় সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু ডিএমপি অনুমতি দেয়নি। যেখানে গণজমায়েত হবে নেত্রী সেখানেই যোগ দেবেন।’
চেয়ারপারসনকে বের হতে দেয়া না হলে তিনি কি করবেন জানতে চাইলে মারুফ কামাল বলেন, ‘দলের নেতাদের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন নেত্রী।’
আর ডি