রাজধানীর গুলশান এলাকা থেকে পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে। তার নাম আবরার আহমেদ খান (৩৫)। ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি) সোমবার দুপুরে তাকে আটক করে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, পাকিস্তান দূতাবাসের প্রেস সচিবের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবরার। তিনি ২০১১ সাল থেকে দূতাবাসে দায়িত্ব পালন করছেন।
তিনি আরো জানান, বেশ কিছুদিন ধরে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে দিয়ে মোটরসাইকেলে করে ঘোরাঘুরি করছিলেন আবরার। এ ব্যাপারটি গোয়েন্দাদের নজরদারির মধ্যে আসে। সোমবার দুপুরের দিকে আবারো ঘোরাঘুরি করার সময় গোয়েন্দারা তাকে চ্যালেঞ্জ করেন। আবরার তখন মোটরসাইকেল চালিয়ে গুলশানের ৩৭ নম্বর রোডের ১৭ নম্বর বাড়িতে পৌঁছালে সেখান থেকে তাকে আটক করা হয়।
Prev Post