চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানার এনায়েত বাজারে ফুচকার দোকানে আগুন লেগে মো. নাঈম (১৪) নামে এক কিশোর মারা গেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত নাঈম ভোলা জেলার বোরখান উদ্দিন থানার হাশেমনগর এলাকার আমির হোসেনের ছেলে। এ ঘটনায় ইয়াছিন (৩২) ও মোহন (২৫) নামে আরও দুইজন দগ্ধ হন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
কোতোয়ালি থানার কর্তব্যরত সহকারী উপ পরিদর্শক পারভীন আক্তার বাংলানিউজকে বলেন,‘সোমবার রাতে গোয়ালপাড়া তুলাতলি এলাকায় সুমনের ফুচকার দোকানে আগুন লেগে নাঈমের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ বাংলানিউজকে বলেন, সোমবার রাতে গোয়ালপাড়া এলাকা থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে নাঈম নামে একজনের মৃত্যু হয়েছে। বাকিরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
Next Post