নগরীর পাহাড়তলী থানার সাগরিকা বিসিক শিল্প নগরীতে ছাদ ধসে এক শ্রমিক মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩জন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ‘রূপারী সোপ ফ্যাক্টরি’র ছাদ ধসে এ হতাহতের এ ঘটনা ঘটে। নিহতের নাম মজু মিয়া (৫৫)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, সাগরিকা বিসিক শিল্প এলাকার রূপালী সাবান কারখানার একটি পরিত্যক্ত গুদাম ভাঙতে যান ১০-১২ জন শ্রমিক। এসময় ছাদের গুদাম ধসে চাপা পড়েন অনেকেই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১০টি গাড়ী উদ্ধার কাজে অংশ নেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুই শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মজু মিয়া মারা যান।