নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর ও লালাপুকুর মাঠে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৭ এর সহকারি পরিচালক ও এএসপি শাহেদা সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।