চট্টগ্রাম: চট্টগ্রামকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে নব-নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনকে নিয়ে ফের রাস্তায় নামছেন নগর পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডল।
শনিবার সকাল ১০টায় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠ এলাকায় ঝাড়ু-বেলচা হাতে পরিচ্ছন্নতা অভিযানে নামবেন তারা। এ কর্মসূচীতে সিএমপি দুই অতিরিক্ত কমিশনার ও বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারাসহ অন্তত এক হাজার পুলিশ সদস্য অংশগ্রহণ করবেন।
নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (আইটি ও মিডিয়া) জাহাঙ্গীর আলম বাংলামেইলকে বিষয়টি জানিয়েছেন।
প্রসঙ্গত গত বছরের ২১ সেপ্টেম্বর সিএমপি কমিশনার হিসেবে যোগ দেন আব্দুল জলিল মন্ডল। চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে ২৪ অক্টোবর থেকে ঝাড়ু হাতে অভিযানে নামেন মণ্ডল। মাঝখানে সরকারবিরোধী আন্দোলন ও চসিক নির্বাচনের কারণে এ কর্মসূচী বেশ কিছুদিন স্থগিত রাখা হয়।
এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের আগে ‘এমন ব্যক্তিকে নির্বাচিত করুন যাতে আগামীতে আমাকে আর ঝাড়ু হাতে নামতে না হয়’ মন্তব্য করে বিতর্কের ঝড় তোলেন নগর পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডল।
গত বছরের ৮ ডিসেম্বর নগরীর বাকলিয়া থানায় ওপেন হাউস ডে ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডল ঝাড়ুকে ন্যায়দণ্ড উল্লেখ করেন।
তিনি বলেন, ‘সমাজের প্রত্যেকটি মানুষের হাতে এই ঝাড়ু তুলে দিতে চাই। তাহলে সমাজ থেকে অন্যায় অত্যাচার দূর হবে। সমাজের ৯৫ শতাংশ মানুষ ভালো, বাকি ৫ শতাংশ খারাপ লোক। এই ঝাড়ু নিয়ে আমরা শুধু রাস্তাই ঝাড় দিই না। ওই সমস্ত ৫ শতাংশ খারাপ মানুষের মাথায়ও ঝাড়ু দিই।’