নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবার প্রায় তিন হাজার নতুন ধরনের সবুজ ডাস্টবিন বসাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ। পরিচ্ছন্ন ঢাকা গড়তে সম্প্রতি এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন ডিএনসিসি মেয়র আনিসুল হক। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক ফটো-পোস্টে মেয়র নিজেই ঢাকাবাসীকে এ তথ্য জানিয়েছেন। দুটি ফটোতে দেখা যায়, সবুজ রঙের ধাতব ডাস্টবিনগুলো একটি লোহার ফ্রেমে আটকানো। এর গায়ে সাঁটানো নোটিশে শুধু শুকনো বর্জ্য ফেলার বিষয়ে নগরবাসীকে পরামর্শ দেয়া হয়েছে।
সিটি কর্পোরেশনের তথ্যানুযায়ী, রাজধানীতে বর্জ্য ফেলার জন্য ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে প্রায় ছয়শ’ ডাস্টবিন রয়েছে। আর কনটেইনার রয়েছে পাঁচশ’। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে বসানো ডাস্টবিনের সংখ্যা দু’শ’। এসব ডাস্টবিন বসানো হয়েছে রাস্তার বড় অংশ দখল করে। এছাড়া রাস্তার ওপর যত্রতত্র ফেলে রাখা হয়েছে কনটেইনার। তবে বর্জ্য ব্যবস্থাপনায় এবার নতুন নতুন পরিকল্পনা হাতে নিয়েছে ডিএনসিসি। এর ধারাবাহিকতায় নগরীর বিভিন্ন পয়েন্টে ৭২টি বর্জ্য ট্রান্সফার স্টেশন বসানো হবে। এছাড়া রাস্তার দু’পাশে বসবে ছোট ছোট ডাস্টবিন।
এ বিষয়ে আনিসুল হক বলেন, ‘নতুন ধরনের তিন হাজার ডাস্টবিনের মধ্যে প্রথম পর্যায়ে বসানো হবে এক হাজার। বাকিগুলো পর্যায়ক্রমে বসানো হবে। এ ডাস্টবিনে নগরবাসী শুকনো বর্জ্য ফেলবেন। নির্দিষ্ট সময়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা এসব ডাস্টবিন থেকে বর্জ্য সংগ্রহ করবেন। রাস্তার পাশে এ ডাস্টবিনগুলো বসবে। এগুলো যেন চুরি হয়ে না যায় সে জন্য ডাস্টবিনের ফ্রেমে মাটির নিচে শক্ত ঢালাই করে দেয়া হবে। আমাদের নকশা অনুযায়ী, দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমেই তৈরি করা হচ্ছে এসব ডাস্টবিন।’
Prev Post
Next Post