ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
ঢাকা দক্ষিণ সিটিতে প্রার্থী হচ্ছেন সাঈদ খোকন আর ঢাকা উত্তর সিটিতে এফবিসিসিআই’র সাবেক সভাপতি আনিসুল হক।
আওয়ামী লীগ নেতা সাঈদ খোকন সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। আর আনিসুল হক সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল শফিকুল বেলালের বড় ভাই।
বৃহস্পতিবার সন্ধ্যায় দুই প্রার্থীকে গণভবনে ডেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি চূড়ান্ত করেন এবং তাদেরকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন।
প্রসঙ্গত, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন হয় ২০০২ সালের এপ্রিলে। এরপর টানা প্রায় ১০ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা।
এর পর ২০১১ সালের ২৯ নভেম্বর জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করা হয় এবং নির্বাচন না দিয়ে দুই সিটিতে প্রশাসক নিয়োগ দেয়া হয়।
অবশ্য ২০১২ সালের ২৯ এপ্রিল তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে ২৪ মে নির্বাচনের দিন ধার্য করা হয়। কিন্তু ভোটার তালিকা ও সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতা থাকায় নির্বাচনের ওপর নিষেদাজ্ঞা জারি করেন আদালত। এরপর ২০১৩ সালের ১৩ মে আদালত নিষেধাজ্ঞা তুলে নেয়।
সর্বশেষ গত ৬ জানুয়ারি থেকে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে লাগাতার অবরোধ ও টানা হরতাল কর্মসূচি পালন করে আসছে বিরোধী জোট বিএনপির নেতৃত্বাধীন ২০ দল। আন্দোলনের লাগাম টানতে সরকার সিটি নির্বাচনের উদ্যোগ নেয় বলে আলোচনা রয়েছে।
আন্দোলনে থাকা বিরোধী জোট নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এছাড়া সিটি নির্বাচনের অন্যতম প্রার্থী নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ফোনালাপের ঘটনায় সম্প্রতি গ্রেপ্তার হয়ে রিমান্ডে রয়েছেন।
Next Post