মোহাম্মদপুরঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা ১১ (২৯, ৩০ ও ৩২) নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে নির্বাচিত কাওছার জাহান ও ২য় রজী জয়ীতা। শীল পাটা প্রতিক নিয়ে কাওছার জাহান ভোট পেয়েছে ১৬৮৭৬ ও কেটলি প্রতিক নিয়ে রোজী জয়ীতা পেয়েছে ১৩০৬৩ ভোট। কাওছার জাহান ৩৮১৬ ভটে জয় যুক্ত হন। তবে এলাকা বাসি জানায় তাদের কাছে অবাগ করেছে রজী ও জাহানের এই ভোট যুদ্ধ কারণ দুজনই নতুন প্রার্থী। এলাকা বাসির চিন্তায় ছিল বিএনপি মনোনীত প্রার্থী পিঞ্জর প্রতিকে মাধবী ও মোড়া প্রতিকে সাথির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু তারা রজীর কেটলি প্রতিকের কাছা কাছিও নেই। এলাকা বাসি আসা করে, যে জয়লাভ করেছে এবং যে ২য় হয়েছে তারা দুজনই মিলে মিসে এলাকার নারী উন্নয়ন সহ সকল উন্নয়নে এলাকা বাসির কাছেই থাকবে।