ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাসিং হোস্টেল থেকে নূর নাহার (১৮) নামে এক শিক্ষানবিশ নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে হোস্টেলের রান্নাঘরের পাশের কলাপসিবল গেটের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি নাসিং কলেজের ২য় বর্ষের তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন।
নিহতের রুমমেট রোজিনা খাতুন জানান, বুধবার রাতে নূর নাহার তার মায়ের সঙ্গে মোবাইলে কথা বলে ভোর সাড়ে ৪টার দিকে তার পাশের রুমমেট শান্তার সঙ্গে দেখা করতে যায়। এরপর থেকে তাকে আর রুমে দেখা যায়নি। পরে ভোর সাড়ে ৪টার দিকে ছাত্রীরা রান্নাঘরে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শাহাবাগ থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন দল ঘটনাস্থল উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।