রাজধানীর ধানমণ্ডির একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধানমণ্ডি ১৫ নম্বরের ৮/এ রোডের ৮৫/২ নম্বর ভবনের বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। ১২তলা ভবনটির প্রতি তলার লাইনে ধীরে ধীরে আগুন ধরে যায়। পরে ভবনটির নিচে রাখা একটি গাড়িতে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ভজন সরকার।
ধোঁয়ার কারণে অজ্ঞান হয়ে পড়া ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, আগুনের ধোঁয়ায় ভবনটির ভেতর আটকে পড়া বাসিন্দারা অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় আহত বাসিন্দাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ভজন সরকার।
ধোঁয়ার কারণে অজ্ঞান হয়ে পড়া ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, আগুনের ধোঁয়ায় ভবনটির ভেতর আটকে পড়া বাসিন্দারা অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় আহত বাসিন্দাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।