রাজধানীর কল্যাণপুরের পোড়া বস্তিতে উচ্ছেদ অভিযানের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তারিকুল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নিষেধাজ্ঞা আরোপ করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, কল্যাণপুরের পোড়া বস্তিতে বসবাসকারীদের কোনোভাবে হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে উচ্ছেদ অভিযানের সকল কার্যক্রমের ওপর হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করেছেন।
এর আগে এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করে আইন ও সালিশ কেন্দ্র।
Prev Post
Next Post